Logo
Logo
×

সংবাদ

কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

Icon

ইউএনবি

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৯:১২ পিএম

কোটা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ ববি শিক্ষার্থীদের

কোটা পুনর্বহালে আদালতের রায়ের প্রতিবাদ ও চাকরিতে ‘বৈষম্যমূলক’ কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীরা। ঘণ্টাব্যাপী চলা এ অবরোধে সড়কের দুই পাশে শতশত যানবাহন আটকে পড়ে। এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

রবিবার (৯ জুন) বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ৫ শতাধিক শিক্ষার্থী এ অবরোধ করে। অবরোধ শেষে মহাসড়কে বিক্ষোভ মিছিল করে তারা। এরপর ববির প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা।

সড়কে অপেক্ষা করা বাসযাত্রী মোতালেব হাওলাদার বলেন, ‘পটুয়াখালী থেকে চিকিৎসা নিতে বরিশাল যাচ্ছিলাম। পথে সড়ক অবরোধ করায় গরমের মধ্যে এক ঘণ্টা আটকে ছিলাম।’

শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো শিক্ষার্থীর সঙ্গে বৈষম্য মেনে নেব না। আমরা আদিবাসী ও প্রতিবন্ধী কোটা বাদে সব বৈষম্যমূলক কোটা বাতিলের দাবি জানাচ্ছি।

একইসঙ্গে সরকারি চাকরিতে ২০১৮ সালের পরিপত্র বাতিল করে কোটাপদ্ধতি পুনর্বহাল-সংক্রান্ত রায়ের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন