ডিএমপি কমিশনারের ধারনা
মানসিক চাপ থেকে গুলি ছোড়েন পুলিশ সদস্য
কনস্টেবল কাওসার আলী কী কারণে মনিরুল ইসলামকে গুলি করে হত্যা করেছেন তা জানতে পুলিশ তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।
তবে শনিবান দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার কমিশনার হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, যে পুলিশ সদস্য গুলি করেছেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার পেছনের কারণ নিয়ে এখনও তারা পরিষ্কার নন। তবে প্রাথমিকভাবে তার ধারনা, মানসিক চাপের কারণে ওই কনস্টেবল এ ধরনের আচরণ করেছেন।
তবে কী ধরনের চাপ সে ব্যাপারে কমিশনার কোনো কিছু জানাননি।
শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন আইজিপি। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ কী সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে আইজিপি বলেন, ঘটনার কারণ জানতে আমরা কনস্টেবল কাওসারকে জিজ্ঞাসাবাদ করব। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব। জিজ্ঞাসাবাদে আমরা এ ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করব। ঘটনার প্রকৃত রহস্য জানা খুব কঠিন হবে না।
দূতাবাস এলাকা খুবই সুরক্ষিত, এ ধরনের ঘটনায় আইনশৃঙ্খলার দুর্বলতা প্রকাশ পায় কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাস্থলে আমাদের লোক ছিল, ঘটনা যে ঘটিয়েছে, সেও আমাদের লোক। আসলে ঘটনাটা কী কারণে ঘটেছে, সেটা আমরা জানার চেষ্টা করছি।
জাপান দূতাবাসের গাড়িচালক কীভাবে গুলিবিদ্ধ হয়েছেন জানতে চাইলে পুলিশপ্রধান বলেন, তিনি পথচারী হিসেবে যাচ্ছিলেন। এ সময় গুলিবিদ্ধ হন।