বেসরকারি চ্যানেল একাত্তর টিভির সাংবাদিক রেদওয়ান আহমেদ শাওন সাংবাদিকদের বলেন, আমি অফিস থেকে ফিরছিলাম। ঘটনার কাছে কাউকে যেতে দেয়নি। আমাদের গাড়িতেও গুলি চালিয়েছে। পুলিশের গুলিতেই আরেকজন মারা গেছে।
প্রত্যক্ষদর্শী আরেক গণমাধ্যমকর্মী হাসান আহমেদ বলেন, তারা ডিউটি শেষ করে অফিসের গাড়িতে ফিরছিলেন। হঠাৎ ফিলিস্তিনী দূতাবাসের সামনে পুলিশের এক সদস্যকে পড়ে থাকতে দেখেন। তাদের চালক গাড়ি থামাতেই পুলিশের একজন সদস্য এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার সময়ও বেশ কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান।