ঢাকায় রাতে ফিলিস্তিন দূতাবাসের সামনে গুলিতে পুলিশ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৬:১০ এএম

রাজধানীর গুলশানে ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ সদস্যের গুলিতে আরেক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার (৮ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত পুলিশ সদস্য ঢাকা মহানগর পুলিশের কূটনীতিক নিরাপত্তা বিভাগে নায়ক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নাম জানা যায়নি। হামলাকারী পুলিশ সদস্যেরও নাম জানা সম্ভব হয়নি।
ওই পুলিশ সদস্য কেন কী কারণে তার সহকর্মীকে গুলি করেছেন সেটাও জানা যায়নি। তিনি এখনো নিরস্ত্র হয়নি। তাকে নিরস্ত্র করতে বিশেষ বাহিনী সোয়াটকে ডাকা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার রিফাত রহমান শামীম বলেন, ফিলিস্তিন দূতাবাসের সামনে এক পুলিশ আরেক পুলিশকে গুলি করেছে। মরদেহ ঘটনাস্থলেই আছে। গুলিবিদ্ধ পথচারিকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেওয়া হচ্ছে।