Logo
Logo
×

সংবাদ

কোটা বাতিলে রবিবার পর্যন্ত আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুন ২০২৪, ০৮:৫২ পিএম

কোটা বাতিলে রবিবার পর্যন্ত আল্টিমেটাম

সরকারি চাকুরিতে কোটা বাতিল এবং আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার প্রজ্ঞাপন দিতে সরকারকে রবিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী সমন্বয় পরিষদ। শিক্ষার্থীদের পক্ষে সমন্বয় পরিষদের আহ্বায়ক শরিফুল হাসান শুভ এ আল্টিমেটাম দিয়েছেন ।  

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনে শুভ এ ঘোষণা দেন। এ সময় এ দুটি দাবি নিয়ে শনিবার সকালে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে শিক্ষার্থী সমাবেশের ঘোষণা দেওয়া হয়। এছাড়াও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আজ শুক্রবার ঢাবি ক্যাম্পাসে ‘৩০ এর কারাগার থেকে মুক্তি’ প্রতীকী প্রতিবাদের ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে শরিফুল হাসান শুভ বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা স্থায়ীভাবে বৃদ্ধির দিাবি করে আসছে। তারা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ চেয়ে আন্দোলন করছে। কোটা ও বয়স বৃদ্ধি আন্দোলন দুটিই সাধারণ শিক্ষার্থীদের মৌলিক ও ন্যায্য দাবি। 

তিনি বলেন, ২০১৮ সালে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছিলেন। সরকারকে আগামী রবিবারের মধ্যে কোটা বাতিল ও চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রজ্ঞাপন দিতে হবে। না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

গত বুধবার সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। 


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন