বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৮ জুন
বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াড ২০২৪ এর জাতীয় পর্ব অনুষ্ঠিত হবে ৮ জুন। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান উদ্বোধন করবেন কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
মাধ্যমিক (ও লেভেল) ও উচ্চ মাধ্যমিক (এ লেভেল) পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতায় অর্থনীতি, আর্থিক সাক্ষরতা ও ব্যবসায়িক সমস্যা সমাধানের ওপর গুরুত্ব দেওয়া হবে।
বাংলাদেশ অর্থনীতি অলিম্পিয়াডের বিজয়ীরা দুটি সম্মানজনক আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করবে। শীর্ষ ৫ জন প্রতিযোগী হংকংয়ে অনুষ্ঠাতব্য আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে প্রতিদ্বন্দ্বিতা করবে। অন্যদিকে পরবর্তী ৬ জন প্রতিযোগী চীনে অনুষ্ঠাতব্য অর্থনীতির বিশ্বকাপে অংশগ্রহণ করবে।
বাংলাদেশ ২০১৯ সাল থেকে আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াড এবং ২০২০ সাল থেকে অর্থনীতি বিশ্বকাপে অংশগ্রহণ করে আসছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ দল উভয় প্রতিযোগিতা মিলে সর্বমোট ২টি স্বর্ণপদক, ৪টি রৌপ্যপদক এবং ২২টি ব্রোঞ্জপদক পেয়েছে।