Logo
Logo
×

সংবাদ

কোটা পুনর্বহালের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০১:২৬ এএম

কোটা পুনর্বহালের প্রতিবাদে রাজপথে শিক্ষার্থীরা

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে বাতিল হওয়া কোটা পদ্ধতিকে পুনর্বহালের প্রতিবাদে আন্দোলনে নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার (৫ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মিলিত হয়ে কোটা পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। এসময় লাইব্রেরি থেকে সকল শিক্ষার্থী বের হয়ে এসে আন্দোলনে যোগ দেয়। 

এসময় ‘কোটা পদ্ধতি পুনর্বহাল মানি না মানবো না’, ‘কোটা পদ্ধতির বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ ইত্যাদি নানা স্লোগান দেন।

এর আগে আজ বুধবার হাইকোর্ট সরকারি চাকরিতে বেতন কাঠামোর ৯ম থেকে ১৩তম গ্রেডে (আগের প্রথম ও দ্বিতীয় শ্রেণির) মুক্তিযোদ্ধা কোটাসহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন। এর ফলে সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে। এ রায় ঘোষণা করেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন