Logo
Logo
×

সংবাদ

পেশা বদল করবেন পিটার হাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ১২:৫৭ এএম

পেশা বদল করবেন পিটার হাস

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস পেশা বদল করবেন। তিনি ফরেন সার্ভিস থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। প্রাইভেট সার্ভিসের কোনো একটি বহুজাতিক কোম্পানিতে যোগ দিবেন তিনি। আগামী দুই মাসের মধ্যেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছেন।

পেশাদার এই কূটনীতিকের এ বছরের শেষে ঢাকা ত্যাগের কথা ছিল। তার স্থলাভিষিক্ত হতে হচ্ছেন ডেভিড স্লেটন মিল। তিনি বর্তমানে চীনে রয়েছেন। অত্যন্ত মেধাবী কূটনীতিক পিটার হাস ২০২২ সনের ১৫ মার্চ ঢাকায় যোগদান করেন। গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচন প্রসঙ্গ নিয়ে যুক্তরাষ্ট্রের খোলামেলা অবস্থান তুলে ধরেন তিনি। এতে করে সরকারি মহলে ব্যাপক প্রতিক্রিয়া হয়।

এক পর্যায়ে সরকারের তরফে তার নিরাপত্তা স্কোয়াড থেকে পুলিশ প্রত্যাহার করা হয়। প্রাণনাশের হুমকিও আসে। ঢাকায় আসার আগে পিটার হাস ভারপ্রাপ্ত সহকারী সচিব এবং একইসঙ্গে অর্থনৈতিক ও ব্যবসাবিষয়ক ব্যুরোতে প্রধান উপসহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 

পিটার ডি হাস লন্ডন স্কুল অব ইকোনমিক্সের তুখোড় শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ব অর্থনীতি, রাজনীতি ও তুলনামূলক সরকার উভয় বিষয়ে এমএসসি ডিগ্রি নেন। মার্শাল স্কলার হিসেবেও তার খ্যাতি ছিল। কূটনীতিক পেশায়ও তিনি দক্ষতার পরিচয় রাখেন। লাভ করেন একাধিক পুরস্কার। দায়িত্ব পালন করেছেন লন্ডন, জাকার্তা, রাবাত, বার্লিন, মুম্বাইসহ পৃথিবীর নানা জায়গায়। কেবল পিটার হাস-ই নন, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের বেশিরভাগ কূটনীতিক দেশে ফিরে যাচ্ছেন। আগামী বছরের শুরুতে একঝাঁক নতুন এবং অভিজ্ঞ কূটনীতিক ঢাকায় যোগদান করার কথা রয়েছে।   

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন