Logo
Logo
×

সংবাদ

ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

Icon

ইউএনবি

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৮:১৯ পিএম

ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আগামীর চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত বাংলাদেশ গড়ে তুলতে তরুণদের জ্ঞান, প্রযুক্তি ও বিজ্ঞানে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার (২ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে 'আমার চোখে বঙ্গবন্ধু' শীর্ষক দেশব্যাপী ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘এই যুগ প্রযুক্তি, বিজ্ঞান ও জ্ঞানের যুগ। জ্ঞান অর্জন ছাড়া একজন মানুষের পক্ষে ভবিষ্যৎ ও দেশের জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব হবে না।’ ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে তরুণদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি। নতুন প্রজন্ম দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।

তিনি বলেন, ‘ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অন্যান্য দেশের সঙ্গে আগামীতে এগিয়ে যাওয়ার জন্য আমাদেরও নিজেদের পথ খুঁজে বের করতে হবে।’ তিনি জাতি গঠন ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে বলেন, ‘আর শিক্ষা ছাড়া তা আদৌ সম্ভব নয়। শিক্ষা ছাড়া দারিদ্র্য বিমোচন সম্ভব নয়। শিক্ষা একজন মানুষের সবচেয়ে বড় অর্জন।’

প্রধানমন্ত্রী তরুণদের দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমাদের প্রস্তুত হতে হবে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে হবে। ক্ষুধা-দারিদ্র্যমুক্ত এবং সমৃদ্ধির বাংলাদেশকে গড়ে তুলতে হবে।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন