Logo
Logo
×

সংবাদ

ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ ‘হাওয়া’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৫:২৯ এএম

ইসলামী ব্যাংকের লকার থেকে ১৪৯ ভরি স্বর্ণ ‘হাওয়া’

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের লকারে এক গ্রাহকের রাখা ১৪৯ ভরি স্বর্ণের গয়নার হদিস মিলছে না। ব্যাংকটির  চকবাজার শাখার ২৯ মে দুপুরে ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে গ্রাহককে মামলার পরামর্শ দিয়েছে।

পুলিশ জানায়, নগরীর বেভারলি হিল এলাকার রোকেয়া বারী ইসলামী ব্যাংকের চকবাজার শাখার লকারের গ্রাহক। ২৯ মে তিনি লকার ইনচার্জের সঙ্গে লকার রুমে প্রবেশ করে দেখতে পান, তার লকারটি খোলা এবং সেখানে রাখা ১৪৯ ভরি গহনার একটিও নেই।

রোকেয়ার ছেলে রিয়াদ মোহাম্মদ মারজুক সংবাদমাধ্যমকে জানান, তার মা ২০০৭ সাল থেকে চকবাজার শাখার লকারে স্বর্ণের গহনা রাখেন। বুধবার দুপুর ১২টার দিকে ব্যাংকে লকার রুমের ইনচার্জকে লকার দেখানোর অনুরোধ করেন। তার মায়ের কাছে লকারের মূল চাবি এবং আরেকটি ডুপ্লিকেট চাবি ছিল ইনচার্জের কাছে।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উদ্দিন আকবর জানান, তারা ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করেছেন। লকার রুমে কোনো সিসিটিভি ক্যামেরা নেই।  ঘটনাটির গুরুত্বের কারণে ফৌজদারি মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক শফিকুল মাওলার মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন