Logo
Logo
×

সংবাদ

বাড্ডায় ভব‌নে বি‌স্ফোরণ, যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৪:৩৫ পিএম

বাড্ডায় ভব‌নে বি‌স্ফোরণ, যুবক নিহত

রাজধানীর বাড্ডা এলাকায় একটি ভবনে বিস্ফোরণ হ‌য়ে‌ছে। এ‌তে সোলায়মান (৩৫) নামের এক হোটেলকর্মী নিহত হয়েছেন। এছাড়া এক নারী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তার নাম শান্তা।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে বাড্ডার তিনতলা এক‌টি ভবনের নিচতলায় এ ঘটনা ঘ‌টে। প‌রে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর হাওলাদার বলেন, বাড্ডার ডিআইটি ৪ নম্বর সড়কে খোঁড়াখুঁড়ি চলছিল। ধারণা করা হচ্ছে, ভবনের নিচে গ্যাস জমা ছিল এবং তিতাস গ্যাসের লাইন লিক হয়ে বিস্ফোরণ ঘটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া উইংয়ের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে, রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে।’ তবে সঠিক কারণ নিশ্চিত হওয়ার জন্য ঘটনাটি নিয়ে তদন্ত করছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন