Logo
Logo
×

সংবাদ

বলিউড তারকাদের গাজা হত্যার নিন্দা

প্রতিবাদ জানানো ভিডিও মুছে ফেললেন মাধুরী

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০২:০৯ পিএম

বলিউড তারকাদের গাজা হত্যার নিন্দা

বলিউডের একদল তারকা গাজায় ইসরায়েলি হত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ জানিয়েছেন। আলিয়া ভট্ট সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টে বলেছেন, ‘পৃথিবীর সব শিশুর ভালবাসা, নিরাপত্তা ও শান্তি পাওয়ার অধিকার আছে।’

জাতিসংঘের ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসাডর প্রিয়ঙ্কা চোপড়া বলেছেন, ‘সবার চোখ রাফার ওপরই আছে।’

অভিনেত্রী রিচা চড্ডা লিখেছেন, ‘রাফার এমন অবস্থা দেখে যারা এখনও ইসরায়েলকে সমর্থন করছে তারাও সেখানকার শিশুদের মৃত্যুর জন্য দায়ী।’

এই তালিকায় আরও আছেন সামান্থা রুথ প্রভু, রশ্মিকা মন্দানা, করিনা কপূর খান, প্রিয়ঙ্কা চোপড়া, তৃপ্তি দিমরি, দিয়া মির্জা, বরুণ ধবন, রিচা চড্ডা, সোনাক্ষী সিংহসহ অনেকে।

অন্যদিকে অভিনেত্রী মাধুরী দীক্ষিত রাফা প্রসঙ্গে প্রতিবাদ জানালেও পরে তিনি তার পোস্ট মুছে ফেলেছেন। তার ভক্তরা এর সমালোচনা করেছেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আক্রমণে প্রায় ১২০০ মানুষের মৃত্যু হয়। তারা প্রধানত বেসামরিক ইসরায়েলি। এরপর ইসরায়েল গাজায় অবিরাম হামলা চালাচ্ছে যাতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি মারা গেছে। তাদের মধ্যে ৭০ শতাংশ শিশু ও নারী।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন