রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৫। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ গোলাম মোস্তফা এ তথ্য জানিয়েছেন।
আবহাওয়াবিদ গোলাম মোস্তফা বলেন, ঢাকা থেকে ৪৩৯ কিলোমিটার দূরে মিয়ানমারে ৫ দশমিক ৫ মাত্রার এই ভূমিকম্প হয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এর কম্পন অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। এর গভীরতা ছিল ৯৪ দশমিক ৭ কিলোমিটার।