
তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। ৮৭ উপজেলায় সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় গড়ে ভোট ২০ শতাংশের কম পড়েছে। নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন। বুধবার (২৯ মে) দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মো. জাহাংগীর আলম বলেন, নেটওয়ার্ক সমস্যার কারণে আমরা বিক্ষিপ্তভাবে ভোটের হার পেয়েছি। এতে দেখা গেছে, কোথাও ১৭, কোথাও ১৮ ও কোথাও ২০ শতাংশ ভোট পড়েছে। তবে সামগ্রিকভাবে ২০ শতাংশের কম ভোট পড়েছে। মোট ভোটকেন্দ্র ৭ হাজার ৪৫০। এর মধ্যে অর্ধেক তথ্য পেয়েছি।
তৃতীয় ধাপে মোট এক হাজার ১৫২ জন প্রার্থী ভোটের লড়াইয়ে রয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৩৯৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৪৫৬ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।