Logo
Logo
×

সংবাদ

শাকিরা গাইবেন অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে, সম্মানী কত জানেন?

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৯ মে ২০২৪, ১১:১৪ এএম

শাকিরা গাইবেন অনন্ত-রাধিকার বিয়ে উপলক্ষে, সম্মানী কত জানেন?

মুকেশ অম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি। তার বিয়ে আগামী জুলাই। এর আগে একটি প্রাকবিবাহ অনুষ্ঠান হয়েছে মার্চে। দ্বিতীয় প্রাকবিবাহ অনুষ্ঠান হবে শিগগিরই। সেটা হবে এক বিলাসবহুল প্রমোদতরিতে। ফ্রান্স থেকে ইতালি যাবে সেই তরি।

কতজন অতিথি থাকবেন সেই তরিতে?

প্রায় ৬০০।

তাদের জন্যই একদিন গাইবেন শাকিরা। এছাড়া থাকছেন এআর রহমান ও ডুয়া লিপা।

কয়েক ঘণ্টার জন্য গাইতে কত টাকা পারিশ্রমিক নেবেন শাকিরা?

মাত্র ৭৫ কোটি রুপি।

এমনিতে নাকি একেকটা অনুষ্ঠানে গাইতে শাকিরা ১০ থেকে ১৫ কোটি রুপি নেন। কিন্তু অম্বানিদের বিয়ে বলে অতিরিক্ত ফি! শোনা গেছে, রণবীর কপূর ও আলিয়া ভট্ট দম্পতিও পারফর্ম করবেন সেখানে। তাদের সঙ্গে অম্বানিদের পারিবারিক সখ্য বহু বছরের।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন