
বিবাহবিচ্ছেদ হয়েছে বছর দশেক আগে। এখন আবার তাদের একসঙ্গে দেখা গেল। কারণ সম্প্রতি তাদের বড় ছেলে হৃহান রোশনের স্কুলজীবন শেষ হয়েছে। আর সেই উপলক্ষে তার সহপাঠীদের সঙ্গে ছিল এক বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত হন প্রাক্তন এই দম্পতি। অবশ্য এর আগেও তাদের মধ্যে স্বাভাবিক সৌজন্য সম্পর্ক ছিল। কোনো ধরনের তিক্ততা ছড়াননি কেউই।
ছেলের অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত একত্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন সুজান। সেখানে তাদের দুই ছেলে হৃহান ও হৃদানকে দেখা যাচ্ছে।
ভিডিও পোস্ট করে সুজান লিখেছেন, ‘অনেক অভিনন্দন তোমায়। তুমি করুণা ও শক্তির প্রতীক। আমি তোমার কাছ থেকে প্রতিনিয়ত কিছু শিখি। তোমার মা হিসেবে আমি গর্ব বোধ করি। জীবনের সেরা সময়ের এই তো শুরু হল তোমার।’
এই পোস্টে হৃহানকে শুভেচ্ছা জানিয়েছেন বর্ষীয়ান পরিচালক হৃতিকের বাবা রাকেশ রোশনও। তিনি লিখছেন, ‘অনেক শুভেচ্ছা। এই তো সবে শুরু। এবার আকাশ ছোঁয়ার পালা।’ অভিনেতা ফারহান আখতার ও রবিনা টন্ডনও হৃতিক-পুত্রকে শুভেচ্ছা জানিয়েছেন।
২০০০ সালে হৃতিক-সুজান বিয়ে করেন। সম্পর্কে ভাঙন ধরে ২০১৪ সালে। এর আগে ২০০৬ সালে হৃহান আর ২০০৮ সালে হৃদানের জন্ম। সম্পর্ক ভাঙার আগে অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে হৃতিকের সম্পর্কে হয় বলে শ্রতি রয়েছে। অন্যদিকে আরসালান গনির সঙ্গে সম্পর্কে রয়েছেন সুজান।