Logo
Logo
×

সংবাদ

৫০ হাজার টাকা নিয়ে ফোন কিনতে শেরপুর থেকে ঢাকায় ১০ বছরের শিশু, যা ঘটল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০৪:৫৩ পিএম

৫০ হাজার টাকা নিয়ে ফোন কিনতে শেরপুর থেকে ঢাকায় ১০ বছরের শিশু, যা ঘটল

ছবি: সংগৃহীত

শেরপুর থেকে মোবাইল কিনতে ৫০ হাজার নিয়ে ঢাকার একটি শপিং মলে আসে ১০ বছরের এক শিশু। এ ঘটনায় সোমবার (২৭ মে)  শিশুটিকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

জানা গেছে, ঢাকার একটি শপিং মলে ভালো মানের মোবাইল ফোন পাওয়া যায়, ইউটিউবে এমন ভিডিও ও বিজ্ঞাপন দেখে শিশুটি শেরপুর থেকে ফোন কিনতে ঢাকায় আসে।

এ বিষয়ে পুলিশ বলছে, ১০ বছরের ওই শিশুটি পরিবারের কাউকে না জানিয়ে ৫০ হাজার টাকা নিয়ে ঢাকায় এসেছে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন সংবাদমাধ্যমকে বলেন, ৫০ হাজার টাকা নিয়ে শিশুটি মোবাইল ফোন কিনতে আসার বিষয়টি দোকানের কর্মীদের সন্দেহ হয়। তারা বিষয়টি শপিং মলের নিরাপত্তাকর্মীদের জানান। পরে তারা শিশুটিকে জিজ্ঞাসাবাদ করে পুরো ঘটনা জানতে পারে।

ওসি আরও বলেন, শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন