Logo
Logo
×

সংবাদ

২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৪, ০৫:০৪ পিএম

২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল শুরু

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ার কারণে সকাল থেকে প্রায় দুই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। পরে আবহাওয়ার পরিস্থিতি কিছুটা উন্নতি হলে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

সোমবার (২৭ মে) সকাল ৭টার পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পরপর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়াপাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। যার ফলে এই সময়টা মেট্রোরেল চলাচল বন্ধ রাখতে হয়।

এর আগে, মেট্রোরেলের এক কর্মকর্তা জানিয়েছিলেন, এমন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হবে। বৈদ্যুতিক সংযোগ, সিগনালিংসহ নানা সমস্যা হতে পারে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন