Logo
Logo
×

সংবাদ

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঢাকায় রিকশাচালকদের মিছিল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০৩:২৬ এএম

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবিতে ঢাকায় রিকশাচালকদের মিছিল

রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ করেছেন সাধারণ রিকশাচালকেরা। ঘুষ, দুর্নীতি, লুটপাট বন্ধ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানিয়ে শুক্রবার বিকেলে আরামবাগ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কাকরাইলের দিকে আসতে চাইলে নয়াপল্টন বিএনপি অফিসের সামনে আটকে দেয় পুলিশ। 

এসময় রিকশাচালকেরা দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে আমরা শ্রমজীবী মানুষেরা খেয়ে না খেয়ে কষ্টে জীবনযাপন করছি। তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণের দাবি জানান। তারা বলেন, সরকার সাধারণ মানুষের বাকস্বাধীনতার পাশাপাশি বেঁচে থাকা অধিকারটুকুও কেড়ে নিচ্ছে। আমরা রাজনীতি বুঝি না। আমরা দু'বেলা ডাল-ভাত খেয়ে বাঁচতে চাই। সরকার সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে আমার বেঁচে থাকার অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। মিছিলে অর্ধশতাধিক রিকশাচালক অংশ নেন। 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন