Logo
Logo
×

সংবাদ

ঘিরে রাখা ‘কারখানায়’ ৬৫ হাতবোমা পেয়েছে র‌্যাব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৫:২৬ এএম

ঘিরে রাখা ‘কারখানায়’ ৬৫ হাতবোমা পেয়েছে র‌্যাব

রাজধানীর বাড্ডায় টেকপাড়া এলাকায় বোমা তৈরির কারখানা থেকে ৬৫টি হাতবোমা জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)। এ সময় তিনজনেকে আটক করা হয়। র‌্যাব বলছে, তারা বোমা তৈরির কারিগর।

আটক তিনজন হলেন- ফাহিম,লিমন ও আকুল। র‍্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফিরোজ কবীর জানান, আটক তিনজন জানিয়েছেন, তারা জুতার কারখানায় কাজ করেন।  সজিব নামের একজনের মাধ্যমে ২ থেকে ৩ ঘন্টার কাজের চুক্তিতে আসেন। ২৬ হাজার টাকার চুক্তিতে তারা এ কাজে আসেন। এখানে ছোট একটি ঘরে বোমাগুলো তৈরি শেষে ঘরটি তালা মেরে চাবি নির্দিষ্ট স্থানে মাটি খুড়ে রেখে যাওয়ার কথা ছিলো। 

তিনি আরও বলেন,বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে তারা বোমাগুলো পর্যবেক্ষণ করে জানিয়েছে এগুলো অত্যন্ত বিপদজ্জনক। এই বোমাগুলো শূন্যে বিস্ফোরণ ঘটানো যেতো৷ প্রতিটি বোমা বিস্ফোরণে ৩০ মিটার পর্যন্ত ছড়িয়ে যেত। 

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, ডিসপোজাল ইউনিট সিদ্ধান্ত নেবে বোমাগুলো বহন করে দূরে নিয়ে বিস্ফোরণ ঘটানো সম্ভব হবে কিনা। হলে দূরে কোথাও নিয়ে নিস্ক্রিয় করা হবে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন