নিন্দুকদের
সমালোচনা পরীমনিকে কাবু করতে পারেনি। বরং আরো দৃঢ় করেছে। তিনি বলেছেন, ‘ওরা আমার বিচার করতে বসে যায় বারবার। তাতে ওরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলে। আহা! যদি ওরা তা জানত!’
সম্প্রতি
কন্যাসন্তান দত্তক নিয়ে সমালোচনার মুখে পড়েন বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তাদের বিদ্রূপ করে লম্বা পোস্ট দিয়েছেন পরীমনি। সামাজিক যোাগাযোগমাধ্যমে অভিনেত্রী বলেছেন, তার কঠিন আত্মবিশ্বাসের পেছনে শত্রুদের ভূমিকাই বেশি।
তিনি বলেন,
বিশ্রী সমালোচনা
বা নেতিবাচক মন্তব্যে মাঝেমধ্যে মন খারাপ হলেও তা বেশিক্ষণ স্থায়ী
হয় না। বরং কাজের প্রতি তিনি আরো একাগ্র হন আর প্রবলভাবে আত্মসচেতন হয়ে ওঠেন।
তিনি
লিখেছেন, ‘বিবেচনা করেছি। নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি৷ ফলে নিজেকে নতুন করে আবিষ্কার করতে পেরেছি। তাতে সব সময় ঝুলিতে
আরো ভালো কিছু যুক্ত হয়েছে। আমাকে খোঁচা দিয়ে ভেঙেচুরে দিতে গিয়ে আরও ইস্পাতকঠিন করে দিয়েছে৷’
পরীমনি
লিখেছেন, ‘সমালোচক জ্ঞানীদের সাদরে গ্রহণ করুন। আপনার উন্নতিতে সাহায্য করবে তারা।’ অভিনেত্রী মন যা চায় তাই
করেন। কে কী বলল
তা নিয়ে মোটেও মাথা ঘামান না তিনি।