আইফোন চুরির অভিযোগে মোহাম্মদ রাসেল ওরফে সাগর নামে একজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্টের একটি দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন সাংবাদিকদের জানান, রাসেল দিনভর বসুন্ধরা সিটি শপিং মলে মোবাইল ফোনের দোকানে ক্রেতা সেজে প্রবেশ করতেন। এরপর কৌশলে আইফোন চুরি করে পালিয়ে যেতেন! বসুন্ধরা শপিং মলের মোবাইল দোকানে তিনি রীতিমতো আতঙ্কে পরিণত হয়েছিলেন।
তিনি আরও বলেন, রাসেল শুধুই আইফোন চুরি করেন। পরে তা বিভিন্ন দোকানে বিক্রি করে দেন। তার মূল টার্গেট বসুন্ধরা শপিং মলের মোবাইল দোকানগুলো। যেসব দোকানে ফোন প্রচুর থাকে, ভিড় বেশি সেখানে ক্রেতা সেজে দোকানে প্রবেশ করেন রাসেল। এরপর অন্য ক্রেতার চাপে সেলসম্যান একটু অন্যমনস্ক হলেই আইফোন নিয়ে পালিয়ে যান। গতকালও ক্রেতা সেজে এপল গ্যাজেট নামে একটি দোকানে যান রাসেল। পরে কৌশলে আইফোন নিয়ে দোকান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু তার এই পালিয়ে যাওয়ার চেষ্টা দেখে ফেলেন সেলসম্যান। পরে তাকে আটক করা হয়।
বিগত কিছুদিন ধরেই বসুন্ধরা শপিং মলের বিভিন্ন ফোনের দোকানে চুরি হচ্ছিল। ক্রেতা সেজে এসব দোকান থেকে আইফোন চুরি হচ্ছিল। তাই রাসেল বসুন্ধরা সিটির আতঙ্কে পরিণত হয়েছিলেন। অন্তত চারটি দোকানে ক্রেতা সেজে চুরির প্রমাণ মিলেছে।