রাজধানীর টিচার্স ট্রেনিং কলেজে গাছ কেটে নির্মিত হবে ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য’
ঢাকা অফিস
প্রকাশ: ১৬ মে ২০২৪, ১১:০৫ পিএম
রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত সরকারি টিচার্স ট্রেনিং কলেজে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। প্রায় চৌদ্দ লাখ টাকার ওই ভাস্কর্য নির্মাণ করতে গেলে বেশ কিছু গাছ কাটা পড়বে বলে জানা গেছে। সূত্র জানায়, নির্মাণকাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কিছুদিনের মধ্যেই কাজ শুরু হবে।
এদিকে গাছ কেটে ভাস্কর্য নির্মাণের খবরে ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া চলেছে। বিশেষ করে বেশ কিছুদিন যাবত তীব্র তাপপ্রবাহের কারণে দেশজুড়ে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা বিষয়টি উঠে আসছে। পাশাপাশি কোথাও গাছ কাটা হলে তা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। পরিবেশবাদী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে বৃক্ষ নিধনের বিপক্ষে ব্যাপক জনসমর্থন গড়ে উঠতে দেখা গেছে।
এই অবস্থায় রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকায় বেশ কিছু পুরোনো গাছ কাটা পড়ছে-এমন সংবাদে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কলেজ সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের দাবি, ওই ভাস্কর্যটি নির্মাণ করতে অন্তত ২৪টি গাছ কাটার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
তবে এই অভিযোগ অস্বীকার করে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মো. গোলাম ফারুক বাংলা আউটলুককে বলেন, ২৪টি গাছ কাটার প্রস্তুতির খবর সঠিক নয়। ২টি রেইনি ট্রিসহ মোট ১০টি গাছ কাটা পড়বে এই ভাস্কর্য নির্মাণ করতে গেলে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ হলে ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তিনি।
অধ্যক্ষ মো. গোলাম ফারুক আরো বলেন, ইতিমধ্যে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তবে ডিজাইন এখনো হাতে আসেনি। আশা করছি আগামী সপ্তাহের মধ্যে ডিজাইন হাতে পাবো। খুব শিগগিরই কাজ শুরু হবে।