Logo
Logo
×

সংবাদ

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টারের বৈঠক

Icon

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৪, ১২:৫৫ এএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টারের বৈঠক

বৈঠকের একটি চিত্র। ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত জাপানের পার্লামেন্টারি ভাইস মিনিস্টার ফর ফরেন এফেয়ার্স হোসাকা ইয়াসুশি। 

বুধবার (১৫ মে) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। 

অত্যন্ত আন্তরিক পরিবেশে এ বৈঠক হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী জাপানের সঙ্গে বাণিজ্য-বিনিয়োগসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। 

এছাড়া, চট্টগ্রামে বঙ্গবন্ধু শিল্প নগরীতে, আইটি পার্কগুলোতে এবং বিশেষ করে দেশের জাহাজ ভাঙা শিল্পে বিনিয়োগের জন্য জাপানের ভাইস মিনিস্টারকে আহ্বান জানিয়েছেন বলেও সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন