Logo
Logo
×

সংবাদ

‘প্রতি ইঞ্চি জায়গা পুলিশ পাহারা দেবে না’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৪, ১২:৫৪ এএম

‘প্রতি ইঞ্চি জায়গা পুলিশ পাহারা দেবে না’

এ বি এম আমিন উল্লাহ নুরী। ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, পৃথিবীতে কোনো সড়ক নেই, যেখানে দুর্ঘটনা হয় না। আরও বড় দুর্ঘটনা হয়। কিন্তু আমাদের এখানে যেটা হচ্ছে তা নিয়ন্ত্রণের ভেতরে।

নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) দশম মহাসমাবেশের আয়োজনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন সচিব। আজ শনিবার সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এই মহাসমাবেশের আয়োজন করে নিসচা।

তিনি বলেন, অল্প দূরত্বে যেতেও অনেকে পুরো পরিবার নিয়ে মোটরসাইকেলে ওঠেন। এই গাড়ি খুব ঝুঁকিপূর্ণ। ঈদের সময় অপ্রাপ্তবয়স্কদের হাতে মোটরসাইকেল না দেওয়ার আহ্বান জানান তিনি।

সচিব বলেন, আমরা বিআরটিসি বাস চালু করেছিলাম। যখন হাত ওঠাবে তখন থামবে। মানুষ বাসে উঠছে না। আবার সেই থ্রি হুইলার, আবার সেই রিকশা। তো প্রতি ইঞ্চি জায়গা পুলিশ পাহারা দেবে না। যখন পুলিশ সরবে, আবার সে রাস্তায় উঠবে।

মহাসমাবেশের এই আয়োজনের সভাপতিত্ব করেন নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। নিসচার কর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা যে ধরনের কাজ করছেন, তাতে সুফল আসছে কি না, তা ভেবে দেখবেন। যদি সফলতা না আসে তাহলে আবার ভাববেন। কাজটাকে কীভাবে করলে কাজের সফলতা বেশি হবে।

অনুষ্ঠানে শোক প্রস্তাব উপস্থাপন করেন মহাসমাবেশ উদ্‌যাপন কমিটির সদস্যসচিব কাইয়ুম খান। এ সময় সড়ক দুর্ঘটনা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় নিসচার কিছু শাখাকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

নিসচার মহাসচিব এস এম আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির যুগ্ম মহাসচিব লায়ন মো. গনি মিয়া। এ সময় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ইলিয়াস কাঞ্চনের কানাডাপ্রবাসী ছেলে ও নিসচার আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মিরাজুল মইন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমেরিকান ওয়েলনেস সেন্টারের অ্যাডভাইজার, কমিউনিকেশনস অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স মোহাম্মদ ইমতিয়াজ, ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন প্রমুখ।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন