চীনে
নিযুক্ত যুক্তরাষ্ট্রের ডেপুটি চিফ অব মিশন ডেভিড
স্লেটন মিলকে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত মনোনীত করেছেন প্রেসিডেন্ট বাইডেন।
এর আগে মিল
ঢাকায় মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মিল
চীনের বেইজিংয়ে মার্কিন দূতাবাসে ‘ডেপুটি চিফ অব মিশন’ ও একই সঙ্গে
সেখানে তিনি অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স হিসেবেও
দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি
সহকারী উপসচিব মর্যাদার কর্মকর্তা ছিলেন। তাছাড়া আমেরিকার নিষেধাজ্ঞা বাস্তবায়নের পরিচালক হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
অন্যান্য পদের মধ্যে ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ার ফরেন
সার্ভিস ইনস্টিটিউটের লিডারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট স্কুলের সহযোগী ডিন, ইউক্রেনের কিয়েভে মার্কিন দূতাবাসে অর্থনৈতিক বিষয়ের পরামর্শদাতা, অর্থনৈতিক ব্যুরোতে মুদ্রা বিষয়ক অফিসের উপপরিচালক প্রভৃতি।
ফরেন
সার্ভিসে যোগ দেওয়ার আগে মিলে স্প্রিন্ট টেলিকমিউনিকেশনের কর্পোরেট ফাইন্যান্স বিভাগে কাজ করেন।
আমেরিকার
ভার্জিনিয়ায় বেড়ে ওঠা মিল ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির আইজেনহাওয়ার স্কুল থেকে
এমএস এবং টুলেন ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন। এর আগে ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয় থেকে
বিএ পাস করেন মিল।
ফরেন
সার্ভিসে কাজের সুবিধার জন্য
মিল চীনা, ইউক্রেনীয় ও ফরাসি ভাষা
অধ্যয়ন করেছেন।