চট্টগ্রামে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে কমিটি
ইউএনবি
প্রকাশ: ১০ মে ২০২৪, ০১:৫৩ এএম
চট্টগ্রামে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহতের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) বিমান বাহিনী প্রধান মার্শাল শেখ আব্দুল হান্নানের নির্দেশে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
এর আগে সকাল ১০টা ২৫ মিনিটে চট্টগ্রামে বিএএফের একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে কর্ণফুলী নদীতে পড়ে। এতে এক পাইলট নিহত ও একজন আহত হন। পাইলট মোহাম্মদ অসীম জাওয়াদ দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ ঘটনায় আহত হন অপর পাইলট হলেন উইং কমান্ডার সোহান হাসান খান।
বিমানটি উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে আইএসপিআর। বিমান বাহিনীর সহকারী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল এম কামরুল ইসলাম ঢাকা থেকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে জড়িত সবাইকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। দুর্ঘটনা পরবর্তী অভিযান তদারকি করছেন বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার ভাইস মার্শাল এ কে এম শফিউল আজম।
এদিকে পাইলট অসীম জাওয়াদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান।