ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে গত বুধবার দেশের ১৩৯ উপজেলায় ভোট হয়েছে। এতে গড়ে ভোট পড়েছে ৩৬ দশমিক ১ শতাংশ। নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে সবচেয়ে কম ভোট পড়েছিল ২০১৯ সালে। ওই নির্বাচনে ভোট পড়েছিল ৪০ দশমিক ২২ শতাংশ। ২০১৪ সালে চতুর্থ উপজেলা ভোটে ৬১ শতাংশ এবং তৃতীয় উপজেলা ভোটে ২০০৯ সালে ৬৭ দশমিক ৬৯ শতাংশ ভোট পড়ে। তবে ১৯৯০ সালে দ্বিতীয় উপজেলা নির্বাচন এবং ১৯৮৫ সালের প্রথম উপজেলা নির্বাচনের ভোটের হারের সঠিক তথ্য জানা যায়নি। যদিও ওই নির্বাচনগুলোতে ষষ্ঠ উপজেলা নির্বাচনের চেয়ে বেশি ভোট পড়েছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ইসি আলমগীর বলেন, বুধবারের প্রথম ধাপের নির্বাচনে ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে। সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক এক শতাংশ।
বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট হয় বিকেল ৪টা পর্যন্ত। পরে ফল ঘোষণা করা হয়। বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানান, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে। কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এবারের নির্বাচন অনেকটাই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।