উপজেলা নির্বাচন
ভোটকেন্দ্রে পুলিশকে মারধর করলেন চেয়ারম্যান প্রার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ মে ২০২৪, ০৬:৪২ পিএম

মুন্সীগঞ্জের
গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনের একটি ভোটকেন্দ্রে
চেয়ারম্যান প্রার্থী মনিরুল হক মিঠু ও
তার লোকজনের হামলায় পুলিশ ও সাত সাংবাদিক আহত হয়েছেন।
মিঠু
ও তার লোকজন প্রথমে পুলিশকে মারধর করেন। মারধরের
ছবি তুলতে গেলে হামলার শিকার হন সাংবাদিকরা।
আজ
বুধবার (৮ মে) সকাল ৯টার দিকে উপজেলার ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কাণ্ড করেন মিঠু।
স্থানীয় ভোটাররা জানান, আনারস প্রতীকের প্রার্থী মনিরুল হক মিঠু লোকজন নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করেন ভোটকেন্দ্রের বাইরে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় একজন পুলিশ সদস্য তাদের সরে যেতে বলেন। এতেই মিঠু ক্ষিপ্ত হন। তিনি পুলিশকে মারধর করেন। সাংবাদিকরা এ ঘটনার ছবি তুলতে গেলে চেয়ারম্যান আরও ক্ষিপ্ত হন। তিনি ও তার লোকজন সাংবাদিকের ক্যামেরা-মুঠোফোন কেড়ে নেন। সব ছবি ও ভিডিও ডিলিট করে দেন তারা। তাছাড়া কেন্দ্রের ভেতরে ৭ সাংবাদিককে আধা ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন চেয়ারম্যান।
মুন্সিগঞ্জের
পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে সাংবাদিকদের মারধরের সত্যতা পেয়েছি। দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।’