
ঢাকা, ২৫ জানুয়ারি (ইউএনবি)- বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য এবার ১৬ জনকে সম্মানায় ভূষিত করা হয়।
বুধবার(২৪ জানুয়ারি) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে।
অমর একুশে গ্রন্থমেলা-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।
কবিতায় অসামান্য অবদান রাখায় একুশে পদক পেয়েছেন শামীম আজাদ।
যৌথভাবে শ্রেষ্ঠ কথাসাহিত্যিক হিসেবে পুরস্কার পেয়েছেন ঔপন্যাসিক নূরুউদ্দিন জাহাঙ্গীর ও সালমা বাণী।
নাটক ও নাট্যসাহিত্যে অসামান্য অবদানের জন্য সম্মাননা পেয়েছেন মৃত্তিকা চাকমা ও মাসুদ পথিক।
শিশুসাহিত্যে তপঙ্কর চক্রবর্তী এবং পরিবেশ বিজ্ঞানে অবদানের জন্য পক্ষীবিদ ইনাম আল হককে সম্মাননার জন্য মনোনীত করা হয়।
লোকসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তপন বাগচী ও সুমন কুমার দাশকে এই পুরস্কারে ভূষিত করা হয়।
মুক্তিযুদ্ধভিত্তিক লেখনীর জন্য আফরোজা পারভীন ও আসাদুজ্জামান আসাদ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর লেখালেখির জন্য সাইফুল্লাহ মাহমুদ দুলাল ও মো.মজিবুর রহমানকে মনোনীত করা হয়।
এছাড়া আত্মজীবনী ক্যাটাগরিতে একুশে পদকে ভূষিত হয়েছেন ইসহাক খান।