Logo
Logo
×

অনুসন্ধান

ভারতে ৩ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা বাংলাদেশের বলে প্রচার

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

ভারতে ৩ সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যার ঘটনা বাংলাদেশের বলে প্রচার

ভারতীয়দের বিভিন্ন এক্স একাউন্টে একটি ভুয়া খবর প্রচারিত হচ্ছে যেখানে বলা হচ্ছে, বাংলাদেশের ‘উগ্র ইসলামী চরমপন্থীরা’ ময়মনসিংহ জেলার গিরীপুর গ্রামে আক্রমণ চালিয়ে একটি হিন্দু পরিবারকে খুন করেছে। প্রচারিত ভিডিওতে তিনটি শিশু ও এক মহিলাকে দেখা যাচ্ছে।

আরেকটি এক্স অ্যাকাউন্ট (@MeghUpdates) ভিডিওটি শেয়ার করে দাবি করা হয়েছে, ওই হিন্দু পরিবারে হামলা চালিয়ে ধর্ষণ এবং ভাঙচুরও করা হয়েছে। এই পোস্ট ৩৩ হাজারের বেশি ভিউ এবং ৭৫০-এর বেশি শেয়ার হয়েছে। পরে ভিডিওটি মুছে ফেলা হয়।

ফ্যাক্টচেক

ভিডিওটির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেছে, গত ৭ নভেম্বর টাইমস অফ ইন্ডিয়ায় একটি রিপোর্ট এসেছে। সেখানে দেখা যাচ্ছে, গত ৬ নভেম্বর বিহারের পূর্ণিয়া জেলার কিলপাড়া গ্রামে ববিতা দেবী নামের এক নারী তার তিন সন্তানকে (রিয়া (৮), সুরজ (৫) এবং সুজিত (৩)) ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন। তারপর নিজে আত্মহত্যা করেন।

নভেম্বর ৭ তারিখে City Halchal News নামে একটি ইউটিউব চ্যানেলে বিহারের পূর্ণিয়া জেলার রাউতা এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, এক মহিলা তার স্বামীর সাথে ঝগড়ার পর তার তিন সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।

factorfalsebd নামে একটি ওয়েবসাইট যাচাই করে দেখেছে, একই তথ্যসহ ভিডিওটি ৬ নভেম্বর স্থানীয় সংবাদ মাধ্যম “খবর শিমাচল”-এর এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, ববিতা মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।

এই তথ্যের ভিত্তিতে, ভিডিওটি বিহারে ঘটে যাওয়া এই ঘটনার কি না তা যাচাই করতে হিন্দিতে আরও অনুসন্ধান করা হয়। একটি ইউটিউব ভিডিওতে নিশ্চিত করা যায় যে, ভাইরাল ভিডিওতে দেখা মহিলাটি ববিতা দেবী এবং তার তিন সন্তান।

India TV News, ETV Bharat News, Aaj Tak, TV9 Hindi, Jagran ইত্যাদিতে প্রকাশিত খবরও বিহারের এই ঘটনার সাথে মিলে যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের নয়। এটি বিহারের পূর্ণিয়ার ঘটনা।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন