Logo
Logo
×

অনুসন্ধান

যুক্তরাষ্ট্রে ১২ কোটি টাকার গাড়িতে রেস করেন হাসিনাপুত্র জয়

জুলকারনাইন সায়ের

জুলকারনাইন সায়ের

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ০৫:০২ পিএম

যুক্তরাষ্ট্রে ১২ কোটি টাকার গাড়িতে রেস করেন হাসিনাপুত্র জয়

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পালিয়ে ভারতে গিয়ে অবস্থান করছেন শেখ হাসিনা। আর সাবেক প্রধানমন্ত্রীর অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও ছেলে সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে অবস্থান করেছেন। সেখানে জয় বিলাসী জীবনযাপন করে বলে প্রায় খবর পাওয়া যায়। এবার বাংলা আউটলুকের হাতে জয়ের ১৬ কোটি টাকা মূল্যের দুটি রেসিং কারের তথ্য এসেছে। 


অনুসন্ধানে জানা গেছে, জয় কার রেস পছন্দ করেন। গত বছরই তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় কলোনিয়াল চ্যালেঞ্জ কাপ নামের কার রেসে অংশগ্রহণ করেছিলেন। এই রেসে অংশগ্রহণ করতে হলে নিজের রেসিং কারই ব্যবহার করতে হয়। জয় ২০২১ ম্যাকলারেন ৭৬৫ মডেলের এলটি কার ওই রেসে নিবন্ধন করেছিলেন। এই কারের বাজার মূল্য প্রায় ৪ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি টাকায় চার কোটি দশ লাখ টাকা (১০০ টাকা করে ডলার রেট ধরে)। 


অনুসন্ধানে আরও জানা গেছে, সজীব ওয়াজেদ জয়ের বিখ্যাত ম্যাকলারেন ব্রান্ডের আরও একটি রেসিং কার আছে। এই রেসিং কারের মডেল হলো ম্যাকলারেন পি১। এই রেসিং কারের বাজার মূল্য ১ দশমিক ২ মিলিয়ন মার্কিন ডলার বা ১২ কোটি টাকা।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন