সাবেক ভূমিমন্ত্রী শুধু যুক্তরাজ্যেই কিনেছেন ৩৬০টি বাড়ি
আল জাজিরার খবর
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী লন্ডন, দুবাই ও নিউইয়র্কে অন্তত ৭ হাজার কোটি টাকা ব্যয় করে অসংখ্য বাড়ি-ফ্ল্যাট কিনেছেন। এর মধ্যে শুধু যুক্তরাজ্যেই কিনেছেন ৩৬০টি বাড়ি।
কিন্তু তিনি তার বাংলাদেশের ট্যাক্স রিটার্নে বিদেশি সম্পদ ঘোষণা করেননি।
বন্দর নগরী চট্টগ্রামের একটি শক্তিশালী পরিবারের সন্তান ৫৫ বছর বয়সী এই চৌধুরী।
বাংলাদেশ তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে এবং যুক্তরাজ্যে শত শত কোটি টাকা পাচারের অভিযোগ তদন্ত করছে।
চৌধুরী অপসারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিলেন। তিনি আগস্টে ছাত্রদের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর অভিযানে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পর বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন।
তবে চৌধুরী দাবি করেছেন, তার বিদেশি সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত তহবিল বাংলাদেশের বাইরে বৈধ ব্যবসা থেকে আসে।
লন্ডনের চার্লস ডগলাস সলিসিটর এলএলপি, মার্কেট ফাইন্যান্সিয়াল সলিউশন ও ডিবিএস ব্যাংক দাবি করেছে, তারা চৌধুরীর উপর তদন্ত চালিয়ে দেখেছে, সাইফুজ্জামান চৌধুরীর তহবিল বাংলাদেশ নয়, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বৈধ এবং দীর্ঘস্থায়ী ব্যবসা থেকে এসেছে।