Logo
Logo
×

অনুসন্ধান

ঢামেকে চিকিৎসা বন্ধের আলটিমেটাম

আন্দোলনকারী চিকিৎসকদের নেতা ড. জাবির ছাত্রলীগের সাবেক নেতা, করতেন স্বাচিপ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৫ পিএম

আন্দোলনকারী চিকিৎসকদের নেতা ড. জাবির ছাত্রলীগের সাবেক নেতা, করতেন স্বাচিপ

ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারসহ আরও দুই দফা দাবি দিয়ে আলটিমেটাম দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। ঢামেকে জরুরি বিভাগে চিকিৎসাসেবা চললেও অন্যান্য বিভাগে চিকিৎসা সেবা বন্ধ রয়েছে।

এদিকে চিকিৎসকদের আন্দোলনে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের একজন হলেন ডা. জাবির হোসেন। তিনি আবার ‘পোস্টগ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডক্টরস এসোসিয়েশন’-এর সভাপতি। চিকিৎসকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার এবং আরও দুই দাবি তুলে আলটিমেটাম দিয়ে ডা. জাবিরের একটি বার্তা বাংলা আউটলুক পেয়েছে। 

বাংলা আউটলুকের পক্ষে অনুসন্ধান করে জানা যায়, ডা. জাবির হোসেন সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামীপন্থি চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) রাজনীতি করতেন।

এদিকে, ঢামেক হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় জড়িত একজনকে গাইবান্ধা জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম সঞ্জয় পাল জয়।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) সকালে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা জেলার পুলিশ সুপার মোশাররফ হোসেন।

তিনি বলেন, ঢাকা মেডিকেলে হামলায় জড়িত থাকা সঞ্জয় পাল জয়কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে একটি মামলা দায়ের হয়েছে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন