ঢাকাস্থ ভারতীয় দূতাবাসে মোবাইল ট্র্যাকিং যন্ত্র বসায় ‘র’
২০২১ সালে ২৬ অক্টোবর পাকিস্তানের ইসলামাবদস্থ বাংলাদেশ হাইকমিশন ঢাকায় একটি বার্তা পাঠায়। হাইকমিশনের কাউন্সিলর মো. সহিদুল ইসলাম স্বাক্ষরকৃত বার্তাটি ঢাকার পরিচালক (বহিঃ) বরাবর পাঠানো হয়।
ওই বার্তার মূল বিষয় ছিলো— ঢাকার ভারতীয় দূতাবাসের অভ্যন্তরে সেদেশের গোয়েন্দা সংস্থা 'র' মোবাইল ট্র্যাকিং যন্ত্র স্থাপন করেছে। উদ্দেশ্য বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মোবাইল ট্র্যাকিং করা।
বার্তায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সহায়তায় বিষয়টি খতিয়ে দেখতেও পরার্মশ দেওয়া হয়। কিন্তু তারপর কি আদৌ কোন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিলো?
ওই বার্তার সত্যতা যাচাই করা হয়েছে। কিন্তু একটি স্বাধীন দেশের ভেতরে আরেকটি দেশ কিভাবে এ ধরনের কার্যক্রম চালাতে পারে?
ভারতীয় দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে দ্রুত পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে ওই ঘটনার কৈফিয়ত চাওয়া উচিত।