Logo
Logo
×

বিনোদন

কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন আর নেই

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ১৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পিএম

কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেন আর নেই

বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন মারা গেছেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর এক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার (১৫ ডিসেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি সন্ধ্যায় গণমাধ্যমে নিশ্চিত করেছেন জাকির হোসেনর বন্ধু বাঁশিবাদক ও সংগীতজ্ঞ রাকেশ চৌরাসিয়া। 

কলকাতায় অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল জাকির হোসেনের। তবে শারীরিক অসুস্থতা জন্য বাতিল হয় সেই অনুষ্ঠান। অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল তাকে। 

পরিবার সংবাদমাধ্যমকে জাকিরের শারীরিক অসুস্থতার কথা প্রথম জানান। একটি বিবৃতিতে তখন বলা হয়েছিল, তবলাবাদক, সংগীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা ওস্তাদ আল্লা রাখার পুত্র ওস্তাদ জাকির হোসেন অসুস্থ। পরিবার তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনার অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, ১৯৫১ সালে ভারতের মুম্বাইয়ে জন্ম ওস্তাদ জাকির হোসনের। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। তিনি মাত্র সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন