কাল-পরশুর মধ্যে অনেক বড় সিদ্ধান্তের কথা জানানো হবে: ফারুকী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ০৭:২১ পিএম
সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আমি খুবই ভাগ্যবান যে আমি একটা গ্রেট টিম পেয়েছি। আমরা কিছু এক্সাইটিং ও ইম্পর্টেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছি। আপনারা হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে জানতে পারবেন।
আজ বুধবার সচিবালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন।
ফারুকী আরও বলেন, আমি বাইরে থেকে জানতাম যে সংস্কৃতি মন্ত্রণালয় একটি ঘুমন্ত মন্ত্রণালয়। ভেতরে তো এসে দেখি এখানে কাজ করার অনেক সুযোগ আছে। এখানে আমার আসার মূল কারণ হচ্ছে নতুন বাংলাদেশের কী ন্যারেটিভ আমরা নির্মাণ করবো, ন্যারিটিভ কথা দিয়ে নির্মাণ হবে না, নির্মাণ হবে চলচ্চিত্র-থিয়েটার-গান, এসব দিয়ে।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, আমার চোখে কখনো সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ চোখে পড়েনি। অনুষ্ঠান করতো খুব। একটা ন্যারেটিভ চেঞ্জ করা, মানুষের মাথায় একটা নতুন গল্প তৈরি করা- এটা আমি খুব একটা দেখিনি। আমি এসে দেখলাম যে ব্যাপক সুযোগ আছে।
তিনি আরও বলেন, আমি একটা কথা বলেছি, আইন-কানুনের ব্যাপারটা আপনারা দেখবেন। আমরা কেউ কোনোদিন যেন আইনের বাইরে না যাই। আইনের মধ্যে থেকে আমি যে স্বপ্নগুলো দেখছি, এটা কীভাবে বাস্তবায়ন করা যায়, আপনারা আমাকে বলেন। আমি আমার মন্ত্রণালয়ের প্রত্যেকের কাছ থেকে ভালো সমর্থন পাচ্ছি।