তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য দীপক অধিকারী ওরফে নায়ক দেবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। দেবের বিরুদ্ধে অভিযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও পোস্ট করেছেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। বিষয়টি নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।
এদিকে এই অডিও সিবিআইয়ের কাছেও জমা দেওয়া হয়েছে। দেবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন বাপ্পাদিত্য ঘোষ নামে এক ব্যক্তি। এই ঘটনার সত্যতা জানতে সিবিআইয়ের তদন্তের দাবি করেন ওই ব্যক্তি।
আইনজীবী ফিরদৌস শামিম বলেন, চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়। তবে টাকা নিয়ে পরে চাকরি না দেওয়ার অভিযোগ উঠেছে। এই নিয়ে তখন দেব ও তাঁর প্রতিনিধি রামপদ মান্নার একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অভিযোগ সিবিআইকে তদন্তের আবেদন জানিয়ে মামলা হয়েছে। এ বিষয়ে সিবিআইয়ের অবস্থান জানতে চেয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
দেবের পক্ষে মামলা লড়ছেন আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে পোস্ট করা অডিও ভুয়া বলে দাবি করেছেন দেব। তিনি বলেন, এই ভাইরাল অডিওর বিষয়ে তিনি এফআইআর করছেন। তার বিরুদ্ধে ভুয়া অডিও বানানো হয়েছে।