Logo
Logo
×

বিনোদন

বিয়ের আগে মসজিদে গিয়েছিলেন জাহির, ক্ষিপ্ত সোনাক্ষীর মা

Icon

আউটলুক ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৪, ১০:০৫ পিএম

বিয়ের আগে মসজিদে গিয়েছিলেন জাহির, ক্ষিপ্ত সোনাক্ষীর মা

দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর অবশেষে বিয়ে করেছেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। গতকাল রোববার (২৩ জুন) বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। নতুন অধ্যায় শুরুর আগে মসজিদে গিয়েছিলেন জাহির।

এদিকে পাপারাজ্জিরদের ওপর রেগে আগুন হয়েছেন সোনাক্ষীর মা পুনম সিনহা। গত কয়েক দিন ধরেই ছবি শিকারিদের ভিড় তাদের বাড়ির সামনে। সোনাক্ষীর বিয়ের পোশাক থেকে সব কিছুই ক্যামেরাবন্দি করছেন তারা।

সোনাক্ষী সকালে বেরিয়ে যাওয়ার পরই অন্য একটি গাড়িতে বের হন তার মা। অভিনেত্রীর মায়ের গাড়ির জানালার কাচ খোলা থাকায় সেখানেই প্রায় ক্যামেরা ভিতরে ঢুকিয়ে দেন ছবি শিকারিরা। কেউ কেউ আবার গাড়ির চারপাশ ঘিরে ধরেন। নিজের গাড়িতেই আটকে পড়েন অভিনেত্রীর মা। তারপর নিরাপত্তারক্ষীরা এসে ঠেলে সকলকে সরাতেই বেরোতে পারেন পুনম।

পাপারাজ্জিদের এ আচরণে মেজাজ হারান পুনম। চোখে মুখে বিরক্তির পাশাপাশি তার চেহারায় ফুটে ওঠে রাগের ছাপ। শোনা যাচ্ছে, আজ রোববার সকালে আইনি মতে বিয়ে সেরেছেন অভিনেত্রী।  

উল্লেখ্য, বিয়ের মাধ্যমে সোনাক্ষী-জাহিরের সাত বছরের প্রেম পূর্ণতা পেলো। সালমান খানের দেওয়া এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল এই জুটির। সেখান থেকেই বন্ধুত্ব। এরপর প্রেম। এবার বাঁধা পড়ছেন কাগজ-কলমে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন