Logo
Logo
×

বিনোদন

‘বিধ্বস্ত আমি,’ জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১২ জুন ২০২৪, ১১:১৭ এএম

‘বিধ্বস্ত আমি,’ জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলায় প্রিয়াঙ্কার প্রতিক্রিয়া

‘বিধ্বস্ত আমি। নিরপরাধ তীর্থযাত্রীদের উপর জঘন্য হামলা চালানো হয়েছে। কেন সাধারণ মানুষ এবং শিশুদের উপর এই হামলা?! সারা বিশ্বে যেভাবে ঘৃণা ছড়াচ্ছে তা আমার বোধগম্যতার বাইরে।’ ইউনিসেফের শুভেচ্ছা-দূত প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে এভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন।

তিনি এর আগেও, প্রায়ই, নিরপরাধ মানুষের ওপর হামলার প্রতিক্রিয়া জানিয়ে থাকেন।

রবিবার জম্মু-কাশ্মীরে আবারও ভয়াবহ জঙ্গি হামলা হয়। রিয়াসির দিক থেকে জম্মুর কাটরায় বৈষ্ণো দেবী মন্দিরের দিকে যাচ্ছিল তীর্থযাত্রীদের একটি বাস। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেই বাসে হামলা চালায় জঙ্গিরা। তাতে মৃত্যু হয় ১০ জনের। আহত হয় ৩০ জনের বেশি।

সে ঘটনার তদন্ত শুরু করেছে এনআইএ। তারা প্রাথমিকভাবে সন্দেহ করছে, পাক-মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী এমন হামলা চলিয়েছে।

বিশ্বজুড়ে চলমান সন্ত্রাসের বিপক্ষে বারবার মতপ্রকাশ করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। ইতিমধ্যেই তিনি ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছেন। রাফায় ইসরায়েলি হানার পর সমাজমাধ্যমে তিনি নিজের প্রতিবাদ জানান। 

তার আগে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের সময় প্রিয়ঙ্কা পোল্যান্ডে গিয়ে উদ্বাস্তু পরিবারের শিশুদের সঙ্গে সময় কাটান। বরাবরের মতো সেবারও তিনি শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

প্রাক্তন বিশ্বসুন্দরী অভিনেত্রী দীর্ঘদিন ধরেই ইউনিসেফের সঙ্গে যুক্ত। ২০১৬ সাল থেকে তিনি শুভেচ্ছা-দূত হিসেবে কাজ করছেন সংস্থার সঙ্গে।

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন