Logo
Logo
×

বিনোদন

আমার সিনেমা দেখে কবর থেকে উঠে এসেছিলেন চার্লি চ্যাপলিন : নাসিরুদ্দিন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০২ জুন ২০২৪, ০৪:০২ পিএম

আমার সিনেমা দেখে কবর থেকে উঠে এসেছিলেন চার্লি চ্যাপলিন : নাসিরুদ্দিন

বলিউডের অন্যতম নামজাদা অভিনেতা নাসিরউদ্দিন শাহ। তিনি সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সুনয়না’ তার ব্যর্থ ছবি। এটি আদতে চার্লি চ্যাপলিনের ছবির রিমেক।

বলতে বলতে মুখ ঢেকে ফেলেন নাসিরউদ্দিন। তার কথায়, ‘এই সিনেমা দেখার পর চার্লি চ্যাপলিন হয়ত কবর থেকে উঠে এসেছিলেন!’

অভিনয় সম্পর্কে নাসিরউদ্দিন বলেন, ‘বই পড়ে অভিনয় শেখা যায় না। সবথেকে ভাল শিক্ষক জীবন।’ তিনি মনে করেন, তিনি তার সেরা অভিনয়টি করেছেন ‘মন্থন’ সিনেমায়।

সিনেমা হল সম্পর্কে তিনি মনে করেন, ‘আমরা চাই বা না চাই, ওটিটি-ই ভবিষ্যৎ। পৃথিবীজুড়ে আগামী ১০ বছরের মধ্যে সিনেমা হল উঠে যাবে। ছবি দেখা নিভৃত একটা অভিজ্ঞতা হয়ে উঠবে। জানি না, এটা ভাল না মন্দ।’

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন