Logo
Logo
×

বিনোদন

‌'বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে'

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ১০:৩৬ পিএম

‌'বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে'

চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমণির বিচ্ছেদ হয়েছে প্রায় দুই বছর। এরপর থেকে তাদের মুখ দেখা-দেখি বন্ধ ছিল। তবে  মাসখানেক আগ থেকে পরীর বাসায় যাতায়াত করেছেন রাজ। গণমাধ্যমে বিষয়টি স্বীকার করেছেন পরীমণি। তবে এরমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণির একটি স্ট্যাটাস নিয়ে ফের রহস্যর দানা বেঁধেছে নেটিজেনদের মধ্যে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি লেখেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে এলাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!’ মুহূর্তেই ছড়িয়ে পড়েছে পরীমণির এই পোস্ট। অনেকে জানতে চেয়েছে ‘কাকে বাসার দারোয়ানই ঢুকতে দিবে না’ কিংবা ‘কে খাইলো তোমার রান্না স্বপ্নে?’

এমন এক প্রশ্নের উত্তরে পরী বলেছেন, ‘আছে এক টোকাই। তার বিয়ের নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নেমকহারাম!’

নায়িকার ওই পোস্টে কারও নাম উল্লেখ ছিল না। তবে নেটিজেনদের বুঝে নিতে কোনো অসুবিধা হয়নি। এটি তার সাবেক স্বামী রাজকে উদ্দেশ্য করেই বলা সেটি সবাই বুঝতে পেরেছে ।

পরীর বাসায় রাজের যাতায়াতের কথা স্বীকার করে তিনি বলেন, ‘অন্য একটি বিষয়ের জন্য সে (রাজ) বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। 

তিনি আরো বলেন, কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।’ 

Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: [email protected]

অনুসরণ করুন