বিশ্বব্যাংকের পূর্বাভাস
বাংলাদেশের প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নামতে পারে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৯:১৬ পিএম
-68090433ccf5f.jpg)
চলতি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ৩.৩ শতাংশে নেমে আসতে পারে, যা গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। আজ বুধবার বিশ্বের শীর্ষ ঋণদাতা সংস্থাটির ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ শীর্ষক প্রতিবেদনে এই পূর্বাভাস তুলে ধরা হয়। একই সঙ্গে ১০ শতাংশের ছাড়িয়ে যাওয়া গড় মূল্যস্ফীতির হার অর্থবছর শেষে উচ্চই থাকবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক।
বিশ্বব্যাংক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ধসের পেছনে বিনিয়োগে স্থবিরতা, রাজনৈতিক অস্থিরতা, বৈশ্বিক বাণিজ্যে বিঘ্ন এবং উচ্চ ঋণ ও উৎপাদন খরচকে প্রধান কারণ হিসেবে তুলে ধরেছে।
তবে এই অর্থবছরে অর্থনৈতিক গতি মন্থর থাকলেও দীর্ঘ মেয়াদে কিছুটা উন্নতির আশা দেখিয়েছে বিশ্বব্যাংক। প্রতিবেদনে বলা হয়, আর্থিক খাত, রাজস্ব সংগ্রহ ও ব্যবসার পরিবেশে কাঙ্ক্ষিত সংস্কারগুলো বাস্তবায়িত হলে মধ্য মেয়াদে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে পারে।
বিশ্বব্যাংকের হিসাবে, ২০২৩-২৪ অর্থবছরে মহামারির পর সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে। এই সময়ে বাংলাদেশের জিডিপি ৪.২ শতাংশ হারে বেড়েছে, যা আগের অর্থবছরে ছিল ৫.৮ শতাংশ। গত অর্থবছরে প্রবৃদ্ধি কমার পেছনে অন্যতম প্রধান কারণ রপ্তানি খাতে মন্দা এবং সরকারি ও বেসরকারি বিনিয়োগে পতন।
প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিক অর্থাৎ ২০২৪ সালের জুলাই-অক্টোবর সময়ে রাজনৈতিক সহিংসতা, কারফিউ ও ইন্টারনেট শাটডাউনের ফলে অর্থনৈতিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। এছাড়া ভয়াবহ বন্যার কারণেও প্রথম প্রান্তিকে কৃষি খাত মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।