Logo
Logo
×

অর্থনীতি

শেয়ারবাজার: ট্রাম্পের সিদ্ধান্তে ফিরছে আস্থা, বাড়ছে তেল-সোনার দাম

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:১০ পিএম

শেয়ারবাজার: ট্রাম্পের সিদ্ধান্তে ফিরছে আস্থা, বাড়ছে তেল-সোনার দাম

বৈশ্বিক শেয়ারবাজারে বর্তমানে চরম অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হঠাৎ সিদ্ধান্ত এবং বাণিজ্যনীতি ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা বাজারে উদ্বেগের ছাপ ফেলেছে। তবে চীন ব্যতীত অন্যান্য দেশের ওপর আরোপিত শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করার সিদ্ধান্তে বাজারে কিছুটা স্থিতি ফিরেছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, ট্রাম্পের ঘোষণার পর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ারবাজারে স্বস্তির পরিবেশ তৈরি হয়েছে। বৃহস্পতিবার সকালে জাপানের নিক্কি সূচক ৮ শতাংশ বেড়ে বাজারে ইতিবাচক বার্তা দিয়েছে। গতকাল যুক্তরাষ্ট্রের বাজারেও বড় ধরনের ঊর্ধ্বগতি দেখা গেছে, যেটিকে ঐতিহাসিক বলে উল্লেখ করেছে বিবিসি।

বাজারের বিভিন্ন সূচকে পরিবর্তন:

দক্ষিণ কোরিয়া (কোসপি): +৫.৬%

সাংহাই কম্পোজিট: +১%

হংকং (হ্যাংসেং): +২.৬%

তাইওয়ান (তাইয়েক্স): +৯.২%

অস্ট্রেলিয়া (ASX): +৪.৬%

অথচ এর আগের দিন একই সূচকগুলো নিম্নমুখী ছিল।

মার্কিন বাজারে S&P 500 সূচক ৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বন্ডের সুদের হার বৃদ্ধির ধারা থেমেছে এবং বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ হ্রাস পেয়েছে, যার ফলে মার্কিন ডলারের বিনিময় হারও কিছুটা বেড়েছে।

বিশ্ববিখ্যাত বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাকস জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা কমিয়ে ৪৫ শতাংশে নামিয়েছে, যেখানে আগে এই সম্ভাবনা ছিল ৬৫ শতাংশ। তবে তারা এখনও সম্ভাব্য শুল্ক বৃদ্ধির বিষয়টি উড়িয়ে দেয়নি, ধারণা করা হচ্ছে সামগ্রিক হারে ১৫ শতাংশ শুল্ক বাড়তে পারে।

মার্কিন বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট এ পরিস্থিতিকে নিয়ন্ত্রণাধীন বলে অভিহিত করেছেন। তাঁর মতে, ট্রাম্প এই শুল্ক ব্যবস্থাকে আলোচনার কৌশল হিসেবে ব্যবহার করছেন, যাতে করে আলোচনায় যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক অবস্থান নিশ্চিত করা যায়।

তেলের বাজারে ইতিবাচক সাড়া

চীনের ওপর আরোপিত অতিরিক্ত শুল্ক এবং প্রতিশোধমূলক চীনা শুল্কের ফলে বিশ্ববাজারে তেলের দাম একবারে ব্যারেলপ্রতি ৬০ ডলারে নেমে আসে। তবে ট্রাম্পের শুল্ক স্থগিত ঘোষণার পর আবার ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে দাঁড়ায় ৬৫ ডলার। আজ সকালে তা কিছুটা কমে ৬৪ ডলারে এসেছে। WTI ক্রুড বর্তমানে রয়েছে ৬১.৮২ ডলার/ব্যারেল দামে। বিশ্লেষকদের মতে, বাজারে আস্থা ফিরে আসার কারণেই তেলের দাম ঘুরে দাঁড়াচ্ছে। (তথ্যসূত্র: OilPrice.org)

সোনার দামেও ঊর্ধ্বগতি

বাজারের অনিশ্চয়তার এই সময়ে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদ হিসেবে আবার সোনার দিকে ঝুঁকছেন। GoldPrice.org জানায়, আজ সকালে সোনার দাম বেড়ে প্রতি আউন্স ৩,১২৫ ডলারে পৌঁছেছে, যা আগের দিনের তুলনায় ১৪৪ ডলার বেশি। ২ এপ্রিলের পর দাম কমলেও এখন আবার ঊর্ধ্বমুখী ধারা শুরু হয়েছে।

বিশ্ব অর্থনীতি এখন এক ধরনের নড়বড়ে অবস্থায় দাঁড়িয়ে আছে, যেখানে মার্কিন প্রেসিডেন্টের একক সিদ্ধান্তই বৈশ্বিক শেয়ারবাজার, পণ্যবাজার ও বিনিয়োগমুখিতায় বড় প্রভাব ফেলছে। যদিও সাময়িক স্বস্তি এসেছে, তবে বাজার এখনও পুরোপুরি স্থিতিশীল হয়নি।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন