বিশ্বকে বদলে দিতে বাংলাদেশে ব্যবসা নিয়ে আসার জন্য বৈশ্বিক বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৯ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ শীর্ষ সম্মেলন-২০২৫ এর উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি একথা বলেন।
এ সম্মেলনের সার্বিক আয়োজন করে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। প্রধান উপদেষ্টা বলেন, ‘বিশ্বকে বদলে দেয়ার জন্য বাংলাদেশ ক্রেজি আইডিয়ার দেশ... বাংলাদেশ তা সম্ভব করেও তুলছে।’
বক্তব্য দেওয়ার সময় অনেকটা আবেগ আপ্লুত হয়ে পড়েন ড. ইউনূস। তিনি বলেন, ‘এক সময় আমরা একটি ফসল উৎপাদন করতাম। আমাদের নাগরিকরা কৃষক হিসেবে পরিচিত ছিলেন। এখানে অন্য কোনো পেশা ছিল না। তিন-চতুর্থাংশ কৃষক ছিলেন ভূমিহীন কৃষক। তাদের কোনো ভূমি ছিল না।’
ড. ইউনূস বলেন , তারা ছোট একটি ভূমি লিজ নিয়ে, একটি ফসল উৎপাদন করতেন জীবিকা নির্বাহের জন্য। এখানকার মানুষকে কঠিন জীবন যাপন করতে হতো। কিন্তু আজ আমরা সব বড় বড় শিল্পগুলো নিয়ে কথা বলছি। বিভিন্ন দেশ থেকে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি আরও শিল্পকারখানা প্রতিষ্ঠা করতে। আমরা বড় বড় মার্কেট সম্পর্কে কথা বলছি। মেধাবী তরুণদের নিয়ে কথা বলছি। এটিই বাংলাদেশ। অল্পসময়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা এখানে এসেছি।
দক্ষিণ কোরিয়ার বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘কিহাক বাংলাদেশকে ভালোবাসেন, তিনি বাংলাদেশের জন্য কাজ করছেন। তিনি বাংলাদেশের প্রকৃতি ভালোবাসেন। এখন থেকে তিনি বাংলাদেশেরও বাসিন্দা।’
ড. ইউনূস বলেন, ‘এখানে যারা উপস্থিত রয়েছেন, তারা বাংলাদেশের নায়ক। তাদের সবার জন্য করতালি।’
স্পেন থেকে অস্কার গার্সিয়া, যুক্তরাজ্য থেকে রোজি উইন্টারটন এবং বাংলাদেশ থেকে নাসিম মঞ্জুর অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বাংলাদেশে ব্যবসা এবং বিনিয়োগের সম্ভাবনা নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন। প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনুষ্ঠানটি পরিচালনা করেন।
৭ এপ্রিল শুরু হওয়া চার দিনের এই শীর্ষ সম্মেলনে দেশের ক্রমবর্ধমান বিনিয়োগের সুযোগ এবং অর্থনৈতিক সংস্কার তুলে ধরা হয়। বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, জুলাই বিপ্লবের পর সংঘটিত অর্থনৈতিক সংস্কারকে তুলে ধরা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী বিনিয়োগের পাইপলাইন তৈরির লক্ষ্যে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্বের বিভিন্ন স্থান থেকে আগত বিনিয়োগকারী, শীর্ষস্থানীয় ব্যবসায়িক নির্বাহী এবং নীতিনির্ধারকরা।