Logo
Logo
×

অর্থনীতি

ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর: বিশ্ববাণিজ্যে ঝুঁকি, এশিয়ার শেয়ারবাজারে বড় পতন

ডেস্ক রিপোর্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৫, ১২:৪১ পিএম

ট্রাম্পের পাল্টা শুল্ক কার্যকর: বিশ্ববাণিজ্যে ঝুঁকি, এশিয়ার শেয়ারবাজারে বড় পতন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আজ (বুধবার) থেকে ‘রিসিপ্রোক্যাল ট্যারিফ’ বা পাল্টা শুল্ক কার্যকর হয়েছে। এর ফলে প্রায় ৬০টি দেশ বাণিজ্যিক ঝুঁকিতে পড়েছে।

এশিয়ার শেয়ারবাজারে তীব্র পতন

নতুন শুল্কের প্রভাবে এশিয়ার শেয়ারবাজারগুলোতে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। দিনের শুরুতেই শেয়ার সূচকগুলো নিম্নমুখী ছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগ এবং নীতিগত পদক্ষেপ নেওয়া সত্ত্বেও বাজারের এই পতন ঠেকানো যায়নি। শুধুমাত্র সাংহাই এক্সচেঞ্জ কিছুটা ইতিবাচক অবস্থানে ছিল।

চীনের ওপর ১০৪% শুল্ক

ট্রাম্প সরকার চীনের ওপর নতুন করে ১০৪ শতাংশ শুল্ক আরোপ করেছে। এই শুল্কও আজ থেকে কার্যকর হয়েছে। ফলে শুধু এশিয়া নয়, গোটা বিশ্বের শেয়ারবাজারেই চাপ পড়েছে।

শেয়ারবাজারে পতনের চিত্র

বিবিসি জানায়, এশিয়ার বিভিন্ন দেশের শেয়ারবাজারে নিম্নলিখিত অবনমন দেখা গেছে:

নিক্কেই ২২৫ (জাপান): ৪.৩% হ্রাস

কসপি (দ. কোরিয়া): ১.৪% হ্রাস

হ্যাং সেং (হংকং): ১.৫% হ্রাস

সাংহাই কম্পোজিট (চীন): ০.২% উন্নতি

তাইওয়ান: সর্বোচ্চ পতন, ৬.২% হ্রাস

অস্ট্রেলিয়া: ১.৭% হ্রাস

নিফটি ৫০ (ভারত): ০.৬% হ্রাস

সেনসেক্স (ভারত): ০.৪% হ্রাস

সুদের হার কমাল ভারত

এই অস্থিরতা বিবেচনায় ভারতের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমিয়েছে, যা এ বছর দ্বিতীয়বারের মতো ঘটল।

রিজার্ভ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, ট্রাম্পের উচ্চ শুল্ক নীতির কারণে শেয়ারবাজার আরও অনিশ্চয়তায় পড়েছে, যা বিশ্ব অর্থনীতির জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন