
মার্চ মাসে রেমিট্যান্স প্রবাহে নতুন রেকর্ড হতে যাচ্ছে। চলতি মাসের ১৯ দিনে ২২৫ কোটি ২০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে, যা বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) ২৭ হাজার ৪৭৪ কোটি ৪০ লাখ টাকা। এই হিসাবে প্রতিদিন গড়ে ১১ কোটি ৮৫ লাখ ২৬ হাজার ৩১৫ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে যা বাংলাদেশি টাকায় প্রায় হাজার ১ হাজার ৪৪৬ কোটি ২১ লাখ ৪৩০ টাকা।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী এ তথ্য জানা গেছে। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে প্রবাসী আয়ের ক্ষেত্রে নতুন রেকর্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে গেলে বেড়ে যায় রেমিট্যান্স বা প্রবাসী আয়ের গতি। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ (প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স এসেছে। আর দ্বিতীয় সর্বেচ্চ রেমিট্যান্স এসেছিল গত ফেব্রুয়ারি মাসে। তখন প্রায় ২৫৩ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসী কর্মীরা।