নাসা গ্রুপের নজরুলের বাড়ি-প্লট জব্দ, ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৬ মার্চ ২০২৫, ০৪:৪০ পিএম

আদালত নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম মজুমদারের ৬টি বাড়ি ও পূর্বাচলের ৮টি প্লট জব্দের আদেশ দিয়েছেন। একই সঙ্গে তার ৫৫ কোম্পানির শেয়ার অবরুদ্ধের আদেশ দেওয়া হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। এ তথ্য জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আক্তারুল ইসলাম।
জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে রয়েছে- গুলশান মডেল টাউন আবাসিক এলাকার গুলশান দক্ষিণ বাণিজ্যিক ৪৭নং প্লট ও প্লটস্থিত ১৪তলা বিল্ডিং, যার বাজার মূল্য ৫০ কোটি টাকা। গুলশান মডেল টাউন আবাসিক এলাকার এসই (ডি) ব্লকের ৩নং প্লট ও প্লটস্থিত ১৪তলা বিল্ডিং, যার বাজার মূল্য ৭০ কোটি টাকা। মহাখালীতে চার কোটি মূল্যের দুইতলা বাড়ি, একই এলাকায় ছয় কোটি টাকা মূল্যের চারতলা বাড়ি, মহাখালীতে আরেকটি চার কোটি টাকা মূল্যের বাড়ি, তেজগাঁও শিল্প এলাকায় ৫০ কোটি টাকা মূল্যের তিনতলা ভবন রয়েছে।
এর আগে গত ১৬ ফেব্রুয়ারি দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ জ্ঞাত আয়বহির্ভূত ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগে বাদী হয়ে নজরুলের বিরুদ্ধে মামলা করেন।