বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের পরিবারের নামে যুক্তরাজ্যে ৬ কোম্পানির বিনিয়োগ অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:১৭ পিএম
-67b4968d5c2ac.jpg)
আদালত বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের পরিবারের সদস্যদের নামে যুক্তরাজ্যে ছয়টি কোম্পানির বিনিয়োগ অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন। পাশাপাশি দুবাইয়ের বুর্জ খলিফায় একটি ফ্ল্যাট জব্দের আদেশ দেওয়া হয়। আজ মঙ্গলবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বলেন, দুদকের উপপরিচালক নাজমুল হোসেন আবেদন করেছিলেন। পরে শুনানি নিয়ে আবেদন মঞ্জুর করে আদেশ দেন আদালত।
আনভীরের স্ত্রী সাবরিনা সোবহানের নামে যুক্তরাজ্যে ইউরোএশিয়া টেলিভিশন নেটওয়ার্ক লিমিটেডে ৫ হাজার শেয়ারের বিনিয়োগ, আনভীরের ভাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাফওয়ান সোবহান তাসভীরের নামে যুক্তরাজ্যে গ্লোবাল মাল্টি ট্রেড লিমিটেডের বিনিয়োগও অবরুদ্ধ করতে বলা হয়েছে। এছাড়া দুবাইয়ের বুর্জ খলিফায় ১১ নম্বর ফ্লোরে আনভীরের নামে থাকা ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে বলা হয়, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার পরিবারের সদস্যের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগের তদন্ত চলছে।