Logo
Logo
×

অর্থনীতি

প্রবৃদ্ধি কমেছে, কমেছে মাথাপিছু আয়, সবচেয়ে বড় ধাক্কা শিল্পে: বিবিএস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৪ এএম

প্রবৃদ্ধি কমেছে, কমেছে মাথাপিছু আয়, সবচেয়ে বড় ধাক্কা শিল্পে: বিবিএস

সূত্র: বিবিএস

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে কৃষি, শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি কমেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিল্প খাত।

শিল্প খাতের প্রবৃদ্ধি ৩.৫১ শতাংশে নেমে এসেছে, যা আগের বছরের ৮.৩৭ শতাংশ থেকে ৪.৮৬ শতাংশীয় পয়েন্ট কম। বৃহৎ শিল্পের প্রবৃদ্ধি ৮.৩৮ শতাংশ থেকে ১.০২ শতাংশে, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ৯.১৫ শতাংশ থেকে ৪.৬৬ শতাংশে, এবং কুটির শিল্পের ১০.০১ শতাংশ থেকে ৬.৯২ শতাংশে নেমে এসেছে। বিদ্যুৎ খাতের প্রবৃদ্ধিও হয়েছে মাত্র ১.৫৫ শতাংশ।

অর্থনীতিবিদ মুস্তফা কে মুজেরি প্রবৃদ্ধি কমার কারণ হিসেবে প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিরতা, ব্যাংকিং সংকট ও বৈদেশিক মুদ্রার ঘাটতির কথা উল্লেখ করেছেন। ব্যাংকগুলোতে তারল্য সংকট এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় আমদানি ও বিনিয়োগ বাধাগ্রস্ত হয়েছে, যার ফলে শিল্প খাতের প্রবৃদ্ধি অর্ধেকে নেমে এসেছে।

শুধু শিল্প নয়, কৃষি ও সেবা খাতেও প্রবৃদ্ধি কমেছে। কৃষি খাতের প্রবৃদ্ধি ৩.৩০ শতাংশ, যা আগের বছর ৩.৩৭ শতাংশ ছিল। ফসল উৎপাদন বাড়লেও পশুপালন, বনায়ন ও মৎস্য খাতে পতন হয়েছে। সেবা খাতের প্রবৃদ্ধিও কমে ৫.০৯ শতাংশে নেমেছে (আগের বছর ছিল ৫.৩৭ শতাংশ), যেখানে পরিবহন, তথ্য ও বীমা খাত ধীরগতিতে এগিয়েছে।

এই তিন খাতের প্রবৃদ্ধি কমার ফলে মোট জিডিপি প্রবৃদ্ধি ৪.২২ শতাংশে নেমে এসেছে (আগের বছর ছিল ৫.৮২ শতাংশ)। ২০২৪ সালে মোট জিডিপি ৪৫০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা আগের বছরের ৪৬০ বিলিয়ন ডলার থেকে কম।

বিনিয়োগ, সঞ্চয় এবং রপ্তানিতেও ধস নেমেছে। ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগ ০.২৫ শতাংশীয় পয়েন্ট, দেশজ সঞ্চয় ১.৮০ শতাংশীয় পয়েন্ট এবং জাতীয় সঞ্চয় ১.৫৩ শতাংশীয় পয়েন্ট কমেছে। রপ্তানি আয় পূর্বাভাসের তুলনায় ২১.০৭ শতাংশ হ্রাস পেয়েছে।

মাথাপিছু আয় তিন লাখ চার হাজার ১০২ টাকা (২,৭৩৮ ডলার) হয়েছে, যা আগের বছরের ২,৭৪৯ ডলার থেকে সামান্য কম। স্থানীয় মুদ্রায় আয় বেড়েছে, তবে ডলারের মান বৃদ্ধির ফলে আয় কম দেখাচ্ছে।

রাজনৈতিক অস্থিরতা, বিনিয়োগ সংকট ও বৈদেশিক মুদ্রার ঘাটতির কারণে ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষজ্ঞদের মতে, অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিনিয়োগবান্ধব নীতিমালা ও কাঠামোগত সংস্কার জরুরি।


Logo

প্রধান কার্যালয়: ৬০৯০ ডাউসন বুলেভার্ড, নরক্রস, জর্জিয়া, যুক্তরাষ্ট্র।

ই-মেইল: banglaoutlook@gmail.com

অনুসরণ করুন